সংরক্ষিত বনাঞ্চলের টিলা কেটে তৈরি হচ্ছিল বাড়ি। খবর পেয়ে টিলা কাটা বন্ধ করেছে বন বিভাগ। চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদারঘোনা এলাকায়
সংরক্ষিত বনাঞ্চলের টিলা কেটে তৈরি হচ্ছিল বাড়ি। খবর পেয়ে টিলা কাটা বন্ধ করেছে বন বিভাগ। চট্টগ্রামের  লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদারঘোনা এলাকায়

টিলা কেটে বাড়ি নির্মাণের চেষ্টা, বন্ধ করল বন বিভাগ

চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলের টিলা কেটে মাটি সরিয়ে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে বন্ধ করেছে বন বিভাগ। যে টিলা কাটা হচ্ছে, সেটির অবস্থান উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদারঘোনা এলাকায়।

বন বিভাগ জানায়, ওই টিলার আড়াই শতক জায়গার মাটি ইতিমধ্যে কাটা হয়েছে। কেটে ফেলা মাটি অন্যত্র বিক্রি করা হয়েছে। মাটি কাটার স্থানটি সমতল করে একটি পাকা বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালায় বন বিভাগ।

বড়হাতিয়া বন বিট কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত টিলাটির মাটি কেটে প্রাথমিকভাবে একটি কুঁড়েঘর বানানো হয়েছে। অভিযানে সেটি উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা হবে।