প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর পুঠিয়া থানায় মামলাটি করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টার পর সন্ত্রাস বিরোধী আইনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেছেন। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আজ সোমবার বেলা সোয়া একটা পর্যন্ত বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।
১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সেখানে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
মামলার বিষয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোনো আওয়ামী লীগারই মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। তাঁর পক্ষে সম্ভব না খালেদা জিয়াকে এ ধরনের কথা বলার। অবিলম্বে তাঁর গ্রেপ্তার চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পুঠিয়ায় আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।