দেশব্যাপী বিএনপির ডাকা তৃতীয় দফা সড়ক, নৌ ও রেলপথ অবরোধের প্রথম দিনে আজ বুধবার ফরিদপুরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। একই দিনে ফরিদপুর আদালতের চত্বরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর কৃষক দল।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় কৃষি কলেজের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে পুলিশ আসার আগেই সরে যান নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন। মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জয়নাল প্রামাণিক প্রমুখ।
সকাল ৯টার দিকে ফরিদপুরের আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন ফরিদপুর মহানগর কৃষক দলের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন মহানগর কৃষক দলের সভাপতি মুহাম্মদ মামুন অর রশিদ। মিছিলটি আদালত প্রাঙ্গণের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিচারপতি ইব্রাহিম সড়ক ধরে ফরিদপুর রেজিস্ট্রারি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, দপ্তর সম্পাদক মো. সাইদ, সহ–আইনবিষয়ক সম্পাদক মো. জাফর, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রানা ইসলাম, ২ নম্বর ওয়ার্ড পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ, ১২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. সাকিল প্রমুখ।
অবরোধের মধ্যেও ফরিদপুর থেকে দূরপাল্লার বাস, আন্তজেলা বাসসহ অন্যান্য পরিবহন চলাচল করছে। তবে সেগুলোর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম।