লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এর আগে ওই ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের দলীয় কার্যক্রম স্থগিত করে দলটি।
উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম, সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির কমিটিসহ অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে দলীয় কার্যক্রম স্থগিত করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়, দোকান, বসতবাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষে একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক কবিরাজ এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন রায়পুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীম।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। সংঘর্ষের ঘটনায় একপক্ষ আজ থানায় মামলার এজাহার দিয়েছে। অন্য পক্ষ মামলা করবে বলে জানিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।