ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসাধীন আহত ৩২ জনের প্রত্যেককে ১ লাখ করে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসাধীন আহত ৩২ জনের প্রত্যেককে ১ লাখ করে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

সিআরপিতে ভর্তি ৩২ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

ঢাকার সাভারের পক্ষঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩২ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

আজ রোববার বিকেল চারটার দিকে সাভারের শিমুলতলায় সিআরপিতে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সাভারের সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা সিআরপিতে চিকিৎসাধীন ওই আহত ব্যক্তিদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন।

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সর্বোচ্চ ১ লাখ টাকা এবং শহীদ পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সিআরপিতে এসেছি। এখানে ভর্তি ২৭ জনকে বিকাশের মাধ্যমে এবং ৫ জনকে চেকের মাধ্যমে মোট ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাসায় আহত অবস্থায় রয়েছেন এমন ব্যক্তিদের বিষয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে বা কী উদ্যোগ নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘আমাদের একটি ফরম রয়েছে, সেটি যথাযথভাবে পূরণ, হটলাইন নম্বর ও ওয়েবসাইট ব্যবহার করে আহত অন্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও বলেন, ‘এককালীন এ আর্থিক সহায়তাই শেষ নয়। আমরা আহত ব্যক্তিদের পুনর্বাসন জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’

সাভারের সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, সিআরপিতে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে তাঁদের প্রয়োজন অনুসারে সিআরপির বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আহত ব্যক্তিদের চিকিৎসাসহ থাকা-খাওয়ার বিষয়টি সিআরপির পক্ষ থেকে দেওয়া হবে।

সোহরাব হোসেন আরও বলেন, ‘আহত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছে সিআরপি। এ ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এগিয়ে আসায় আহত ব্যক্তিদের পুনর্বাসনে সম্মিলিতভাবে আমরা কাজ করব।’