মো. কাওসার মাতুব্বর
মো. কাওসার মাতুব্বর

সময়ের মুখ

‘এ আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই’

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি মহল্লার বাসিন্দা মো. কাওসার মাতুব্বর (৪৫)। পৈতৃক জমিজমা নেই, বর্গা চাষ করে সংসার চলে তাঁর। ১৯ জানুয়ারি খাড়াকান্দিতে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হন। ওই দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির সোনার হার দুর্ঘটনাস্থলে খুঁজে পান কাওসার। সেই হার ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়ে সততার জন্য আলোচিত কাওসার। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রবীর কান্তি বালা

প্রশ্ন

দুর্ঘটনার খবর কখন পেলেন?

কাওসার: দুর্ঘটনাস্থলের পাশেই একটি দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি দুর্ঘটনা। গিয়ে দেখি কয়েকজন মারা গেছেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সাহায্য করি। সে সময় টিস্যু পেপারে প্যাঁচানো হার দেখতে পাই।

প্রশ্ন

হার পাওয়ার পর কী করলেন?

কাওসার: হারের মালিককে খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু অনেকে হারটি দাবি করেন। তাই প্যানেল মেয়র আইয়ুব আলীর কাছে জমা রাখি।

প্রশ্ন

হারটা যে লিটনের, সেটা কীভাবে শনাক্ত করলেন?

কাওসার: প্যানেল মেয়র আইয়ুব আলী হারের মালিককে খুঁজে বের করেন। হারের মালিক ছিলেন লিটন মণ্ডল (৩৮)। এই হার যে দোকানে তৈরি করা হয়েছে, সেই দোকানদারের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করি। নিহত লিটন মণ্ডল সেই দোকানের কর্মচারী ছিলেন। পরে জেনেছি, হারের ওজন ১ ভরি ৫ আনা। আমার ভালো লাগছে যে তাঁর স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দিতে পেরেছি। তাঁরা মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে চেয়েছিলেন; কিন্তু আমি নিইনি।

প্রশ্ন

হারটি পরিবারের হাতে তুলে দেওয়ার পর আপনার কেমন লেগেছিল?

কাওসার: এ অনুভূতির কথা আমি বলে বোঝাতে পারব না। এ আনন্দ প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই।

প্রশ্ন

এই কাজে কার অনুপ্রেরণা বেশি কাজ করেছে?

কাওসার: মা-বাবার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। তাঁদের কাছে শিক্ষা পেয়েছি, পথেঘাটে কোনো জিনিস পেলে সেটা আসল মালিকের কাছে ফেরত দিতে হবে।

প্রশ্ন

এ রকম আর কোনো ঘটনা আপনার মনে পড়ে?

কাওসার: এর আগেও খাড়াকান্দি টাওয়ারের কাছে একটা দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় আহত এক প্রাইভেট কারের চালকের মুঠোফোন, মানিব্যাগ ফেরত দিয়েছিলাম।

প্রশ্ন

আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন।

কাওসার: বাবা মারা গেছেন। আমার দুই ছেলে। একজন দশম শ্রেণিতে পড়ে, অন্যজন সপ্তম শ্রেণিতে। স্ত্রীর নাম শাবানা আক্তারী।

প্রশ্ন

কৃষিকাজে সংসার কেমন চলে?

কাওসার: আমাদের তেমন একটা বাজার খরচ লাগে না। জমির ধান, পেঁয়াজ খাই। বাকিটা বিক্রি করে বাজারসদাই করি। সন্তানদের পড়ালেখা করাই। তবে অনেক সময় টাকার অভাবে সন্তানদের প্রাইভেট পড়াতে পারি না।

প্রশ্ন

অভাব নিয়ে স্ত্রী কখনো অভিযোগ করেন?

কাওসার: না, করেন না। স্ত্রীও সংসারের অভাব ঘোচানোর চেষ্টা করেন। হাঁস-মুরগি পালেন। আগে ছাগল পালতেন। আমরা দুজন আগে গরুও পালন করেছি। পারিবারিক কারণে গরু বিক্রি করতে হয়েছে। পরে আর কিনতে পারিনি।