ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিশু ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

জরিমনার এক লাখ টাকা ভুক্তভোগী পরিবারকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম হাফিজুর রহমান (৩০)। তাঁর বাড়ি উপজেলার একটি গ্রামে।

মামলার সংক্ষিপ্ত নথি থেকে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ৮ বছর বয়সী এক কন্যাশিশু বাড়ির পাশে খেলছিল। শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন একই গ্রামের যুবক হাফিজুর। পরে বাড়ি ফিরে শিশুটি তার বাবা–মাকে বিষয়টি জানায়।

এ ঘটনার শিশুটির বাবা বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে মহেশপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া একই বছরের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে আদালত এ রায় দেন।