সিরাজগঞ্জ পৌর শহরের জানপুর ব্যাংকপাড়ায় সরকারি রাস্তা দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রাস্তাটি দখলে রাখায় ৫০০টি পরিবারের প্রায় তিন হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা এ দাবি করেন। এ সময় তাঁরা অবিলম্বে সরকারি রাস্তার দেয়াল ভেঙে দিয়ে চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে ইউনূস আলী, জব্বার সেখ, রমিজ উদ্দিন, সাইফুল ইসলাম ও সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘আরএস রেকর্ডভুক্ত ১২ ফুট ওই সরকারি রাস্তার পশ্চিম পাশের কাটাখালীর ওপর বাঁশের সাঁকো দিয়ে আমরা দীর্ঘদিন চলাচল করেছি। কয়েক বছর ধরে সাঁকোটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় লোকজন ঝুঁকি নিয়ে সেখান দিয়ে চলাচল বন্ধ করে ঘোষপাড়ার সংকীর্ণ একটি গলি দিয়ে যাতায়াত শুরু করেন। এই সুযোগে মুজিব সড়কের পাশের জমির মালিক বেআইনিভাবে রাস্তাটির প্রবেশমুখে পাকা দেয়াল নির্মাণ করে দখলে নেন। বর্তমানে তাঁরা ওই রাস্তার জায়গা ঘিরে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করছেন। ইতিমধ্যে তাঁরা ভবনের পাইলিংয়ের কাজ শুরু করেছেন। অথচ এই রাস্তা উদ্ধার না হলে ৫০০ পরিবারের স্কুল-কলেজে পড়া শিক্ষার্থীসহ তিন হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে।
এলাকাবাসীর দাবি, রাস্তাটির প্রবেশমুখে দেয়াল থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। এতে রোগীদের যথাসময়ে হাসপাতালে নিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই সরকারি রাস্তাটি দখলমুক্ত করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। তাই এ কর্মসূচির মাধ্যমে দ্রুত দেয়ালটি ভেঙে জনগণের জন্য চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।