‘দলছুট’ শাহজাহান ওমরকে নিয়ে বিএনপি-আওয়ামী লীগের দূরত্ব কমেনি

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান ওমর গত সোমবার কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন
ছবি: সংগৃহীত

বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম) কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিলেও দুই পক্ষের মধ্যকার উত্তেজনা ও দূরত্ব এখনো কমেনি। তাঁর প্রার্থিতার বিষয়টি আওয়ামী লীগের স্থানীয় নেতারা মানতে না পারলেও ‘দলের চাওয়ায়’ সাবেক এই বিএনপি নেতাকে সমর্থনের কথা জানিয়েছেন তাঁরা।

শাহজাহান ওমরের প্রতি সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কাঁঠালিয়া বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। এর আগে সোমবার তাঁরা শাহজাহান ওমরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন। তাঁদের বিষয়ে উপজেলা বিএনপির ভাষ্য, এই ব্যক্তিরা উপজেলা কমিটির কেউ নন।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জালালুর রহমান আকন বলেন, শাহজাহান ওমর যাঁদের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সভা করেছেন, তাঁরা উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক নন। দুই বছর আগে কেন্দ্রীয় কমিটি কাঁঠালিয়ায় সম্মেলনের মাধ্যমে যে কমিটি ঘোষণা করেছে, তারাই উপজেলার বৈধ কমিটি। ওই কমিটিতে ওমরের ঘোষিত সভাপতি-সাধারণ সম্পাদকের নাম নেই। তিনি বলেন, ‘আমরা শাহজাহান ওমরের এই মিথ্যাচারে বিস্মিত হয়েছি। শিক্ষিত লোক হয়ে এভাবে মিথ্যাচার করা তাঁকে মানায় না। কাঁঠালিয়া উপজেলা বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।’

অন্যদিকে আওয়ামী লীগের কেউ শাহজাহান ওমরের জনসভায় দাওয়াত না পাওয়ায় সেখানে দলের কোনো গুরুত্বপূর্ণ নেতা যাননি বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমাদুল হক। তিনি বলেন, ‘৪ ডিসেম্বর কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের সভার বিষয়ে আওয়ামী লীগ নেতারা কিছুই জানেন না। কারণ, আমাদের এই সভায় যাওয়ার জন্য কোনো প্রকার আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমাদের কেউই সেখানে যাননি।’

শাহজাহান ওমরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ থাকবে কি না, জানতে চাইলে এমাদুল হক বলেন, ‘আমার মায়ের চিকিৎসার জন্য আমি ঢাকায় অবস্থান করছি। ফিরে এসে দলের নেতা-কর্মী ও এলাকার সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। তবে দল যেহেতু শাহজাহান ওমরকে মনোনয়ন দিয়েছে, তাই তাঁকে সমর্থন করতে হবে।’

কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার বলেন, শাহজাহান ওমরের সমাবেশে আওয়ামী লীগের অনেকেই ছিলেন না। ওমরের সঙ্গে দলীয়ভাবে মিলেমিশে কাজ করে নৌকাকে বিজয়ী করতে জেলা কমিটির নির্দেশনা পেয়েছেন তাঁরা। সাধারণ সম্পাদক ঢাকা থেকে এলে আলোচনা করে শাহজাহান ওমরকে বরণ করা হবে বলে তিনি জানান।