কক্সবাজারের টেকনাফে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম–উত্তরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হোছেন (৫২)। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম–উত্তরপাড়ার বাসিন্দা মকবুল আহমেদের ছেলে। হোছেনের পরিবারের দাবি, হোছেনের বড় ভাই মোহাম্মদ ইউনুস (৫৮) পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হোছেনকে খুন করেছেন। এ সময় হোছেনের ছেলে দেলোয়ার (১৭) আহত হয়েছে। এ ঘটনার পর থেকে মোহাম্মদ ইউনুস, তাঁর দুই ছেলে ও আরেক ভাই নূর মোহাম্মদের ছেলে ইউনুস পলাতক।
হোছেনের পরিবারের বরাত দিয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম বলেন, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মোহাম্মদ ইউনুস ও হোছেনের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে একই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ ইউনুস ক্ষিপ্ত হয়ে তাঁর দুই ছেলে ও ভাতিজা হোছেন ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোছেনের মৃত্যু হয়।
অভিযুক্ত মোহাম্মদ ইউনুসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হোছেন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।