‘টোল প্লাজায় গিয়ে প্রচণ্ড গরম অনুভব করি, হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়’

দক্ষিণ কেরানীগঞ্জে ধলেশ্বরী সেতু টোল প্লাজায় পৌঁছালে বাসটিতে আগুন ধরে যায়। শুক্রবার দুপরে
ছবি: সংগৃহীত

ঢাকার সায়েদাবাদ থেকে ৪০–৪৫ জন যাত্রী নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছানোর পর হঠাৎ গাড়িতে প্রচণ্ড গরম অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে বাসের ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় সবাই হুড়োহুড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন। উপায় না পেয়ে তাঁরা বাসের জানালা ভেঙে বাইরে বের হন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল প্লাজায় অগ্নিকাণ্ডের শিকার বাসের এক যাত্রী নাম প্রকাশ না করে এভাবেই ঘটনার বর্ণনা দেন। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বাসের তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে আবদুল্লাহপুর ধলেশ্বরী টোল প্লাজায় ইসলামিয়া পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ধলেশ্বরী সেতু টোল প্লাজার টাকা আদায়ের একটি বুথ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুরের দিকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল ইসলাম পরিবহনের ওই যাত্রীবাহী বাস। দুপুর সোয়া ১২টার দিকে বাসটি ধলেশ্বরী টোল প্লাজার ৭ নম্বর লেনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের যাত্রী, চালক ও চালকের সহযোগী দ্রুত বাস থেকে নেমে পড়েন। বাস থেকে নামতে গিয়ে হাত কেটে দুজন এবং একজনের হাত ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে যায়।

এক্সপ্রেসওয়ের টোল প্লাজার তত্ত্বাবধায়ক নুর হোসেন প্রথম আলোকে বলেন, ইসলামিয়া পরিবহনের বাসটি টোল প্লাজার ৭ নম্বর লেনে পৌঁছালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পান তাঁরা। তখন টোল প্লাজার কর্মচারীরা অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ঘটনার পর পৌনে এক ঘণ্টা টোল প্লাজা দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কাজল প্রথম আলোকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে ইসলামিয়া পরিবহনের ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পান। তাৎক্ষণিকভাবে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে অন্য আরেকটি বাসে উঠিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে দু-একজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।