বাসের ধাক্কায় পড়ে গেলেন সড়কে, ওপর দিয়ে চলে গেল ট্রাক

বাসের ধাক্কায় রিকশা থেকে সড়কে পড়ে যান রিকশাচালক সামাদ আলী মণ্ডল (৪০)। এরপরই ট্রাকচাপায় প্রাণ হারান ওই রিকশাচালক। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরের কালিকাপুর কারিগরি কলেজ এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে।

ভ্যানচালক সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী পাড়ার হোসেন আলী মণ্ডলের ছেলে। নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ বাস ও ট্রাকটি শনাক্ত করতে পারলেও রহস্যজনক কারণে এজাহারে আসামি অজ্ঞাত হিসেবে উল্লেখ করেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রিকশাচালক যাত্রী নামিয়ে নিজ বাড়ির দিকে ফেরার পথে একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গে পেছন থেকে একটি ট্রাক তাঁর শরীরের ওপর উঠে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাৎক্ষণিক মারা যান তিনি। ট্রাক ও বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এজাহারে আসামি আপাতত অজ্ঞাত লেখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।