রাউজানে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে দগ্ধ সানজিদা সুলতানা (২২) নামের এক গৃহবধূ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার মইশকরম গ্রামের মুহাম্মদ রাসেলের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে সানজিদার রান্নাঘরের গ্যাসের চুলার আগুন থেকে তাঁর পরনের কাপড়ে আগুন লাগে। এতে ওই গৃবধূর শরীরের ৬০ শতাংশের বেশি দগ্ধ হয় বলে চিকিৎসকেরা জানান।

ওই গৃহবধূর দেবর মুহাম্মদ রনি বলেন, তাঁর ভাবি রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হন। তাঁরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে তাঁকে বাঁচানো গেল না।

স্থানীয় উরকিচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাসের চুলার আগুনে সানজিদা দগ্ধ হয়ে মারা গেছেন বলে তাঁর পরিবারের লোকজন বলেছেন।