স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনার রূপসায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

খুলনার রূপসা উপজেলায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপসা-বাগেরহাট পুরোনো সড়কের তালিমপুর ভূমি অফিস–সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটির মালিক রূপসা উপজেলার মো. জাহাঙ্গীর আলম। খুলনা-মোংলা রুটে সেটি চলাচল করত। ‘মায়ের আঁচল’ নামের বাসটি রোববার দুপুরে সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়।

সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরের নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস–সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যান। সে সময় কিছুসংখ্যক ব্যক্তি ভ্যানে করে এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।