গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন। এতে কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদনপ্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ রাখা কারখানাগুলোও আজ চালু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। আজ বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো আন্দোলনের খবর পাওয়া যায়নি।
বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুর নগর ও জেলার বিভিন্ন এলাকায় শিল্পকারখানার শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভ মিছিল চলছিল। বিভিন্ন দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। তবে আজ সকাল থেকে শ্রমিকেরা নিজেদের কারখানায় কাজে যোগ দিয়েছেন। কোনোভাবেই যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে, এ ব্যাপারে সতর্ক অবস্থানে আছে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুরের দুই হাজারের বেশি পোশাক কারখানার নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ বলেন, ইবনে সিনাসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে সমস্যার সমাধান হলে এসব কারখানাও খুলে দেওয়া হবে। তবে আজ সকাল থেকে গাজীপুরে কোথাও শ্রমিক আন্দোলনের খবর আসেনি।
পুলিশের ভাষ্য, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানাটি কয়েক দিন ধরে বন্ধ। এ ছাড়া হাতে গোনা দু-তিনটি কারখানা শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিক ও চাকরিপ্রার্থী বহিরাগতরা আন্দোলন করে আসছিলেন। এতে মহাসড়ক অবরোধসহ বেশ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে আজ পরিস্থিতি স্বাভাবিক।