নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জে নদ থেকে লাশ উদ্ধার, গণপিটুনিতে নিহত কি না, খতিয়ে দেখছে পুলিশ

নারায়ণগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার কুচিয়া মোড় গোদারাঘাট এলাকা থেকে উদ্ধার লাশটির পরিচয় আজ শুক্রবার দুপুর পর্যন্ত শনাক্ত হয়নি।

কুচিয়া মোড় গোদারাঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বাঘরী বিলে গত রোববার ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ধারণা করছেন, গতকাল রাতে উদ্ধার হওয়া লাশটি সেদিন গণপিটুনির শিকার এক ব্যক্তির হতে পারে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. তমিজ উদ্দীন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে লাশটি সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের বালিয়াতলী মাঝেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে ভেসে ওঠে। পরে লাশটি ভেসে এক কিলোমিটার দূরের বন্দর উপজেলার কুচিয়া মোড় গোদারাঘাট এলাকায় চলে আসে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রাত সাড়ে ১১টায় ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।

বিবস্ত্র অবস্থায় লাশটি পাওয়ার কথা উল্লেখ করে পরিদর্শক তমিজ উদ্দীন বলেন, শরীরের চামড়া উঠে গেছে। জমাট বাধা রক্তের দাগ আছে। প্রাথমিকভাবে দেখে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়নি। আজ বেলা একটা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি গণপিটুনিতে নিহত কোনো ব্যক্তির কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নদীতে লাশ ভেসে ওঠার পর শত শত মানুষ নদীর পাড়ে ভিড় করেন। স্থানীয় লোকজন বলছেন, রোববার রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসী কয়েকজনকে গণপিটুনি দেন। ওই রাতেই বাঘরী বিলের তিন কিলোমিটার দূরের ওলিপুরা সেতুর কাছে ভেজা শরীরে হাফপ্যান্ট পরা এক ব্যক্তিকে দৌড়াতে দেখেন এলাকাবাসী। গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন তখন তাঁকে গণপিটুনি দিয়ে সেতু থেকে ব্রহ্মপুত্র নদে ফেলে দেন। ঘটনার পর সোমবার ওলিপুরা সেতুর রেলিংয়ে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। গতকাল সেতুর আধা কিলোমিটার দূরে সনমান্দি ইউনিয়নের বালিয়াতলী মাঝেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসাইন প্রথম আলোকে বলেন, নৌ পুলিশ একটি ভাসমান লাশ উদ্ধার করেছে। কেউ কেউ বলছেন লাশটি ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত এক ব্যক্তির, কিন্তু পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। লাশের পরিচয় শনাক্তের সব রকম চেষ্টা চলছে।

রোববার রাত সাড়ে ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সোনারগাঁয়ের বাঘরী বিলে ডাকাত সন্দেহে কয়েকজনকে গণপিটুনি দেন গ্রামবাসী। এ ঘটনায় চারজন নিহত হন। মঙ্গলবার এ ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা করে পুলিশ। আজ পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।