কক্সবাজারের পেকুয়া থেকে এক শিক্ষককে অপহরণ করার পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম মোহাম্মদ আরিফ (৪৯)। তিনি পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়। এ ঘটনায় গতকাল রোববার তাঁর স্ত্রী পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মোহাম্মদ আরিফের ছোট ভাই রিয়াদ ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার রাত নয়টা পর্যন্ত তাঁর ভাইকে পেকুয়ার চৌমুহনী এলাকায় দেখা গেছে। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে তাঁর ভাই আরিফের মুঠোফোন থেকে পরিবারের কাছে কল দিয়ে বলা হয়, আরিফকে অহরণ করা হয়েছে। তাঁর মুক্তির জন্য মুক্তিপণ দাবি করা হয়।
রিয়াদ বলেন, ‘প্রথমে ২৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। মুক্তিপণের টাকা নিয়ে চট্টগ্রামের বন্দর এলাকায় যেতে বলেন অপহরণকারীরা। বেলা বাড়ার সঙ্গে মুক্তিপণ বাড়ানো হয়। দ্বিতীয় দফায় ফোন করে ৩৫ লাখ, তৃতীয় দফায় ৪০ লাখ টাকা দাবি করা হয়েছে।’
শিক্ষক মোহাম্মদ আরিফের স্ত্রী মেহবুবা আনোয়ার বলেন, তাঁর স্বামীকে উদ্ধারে র্যাব ও পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে তাঁর দিন কাটছে। তিনি অক্ষত অবস্থায় তাঁর স্বামীকে ফেরত চান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, নিখোঁজ শিক্ষককে উদ্ধারে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে।