বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়েছিল আদরের ছোট ভাই। ছোট ভাইয়ের জীবন বাঁচাতে ছুটে যায় বড় বোন। ছোট ভাইকে পুকুর থেকে উঠিয়ে আনে ঠিকই, কিন্তু তাকে বাঁচাতে পারলেও নিজে পুকুরের পানিতে ডুবে মারা যায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামে এ ঘটনা ঘটে।
আজ রাত সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া বোনের নাম হামিদা আক্তার (৮)। আর বেঁচে যাওয়া তার ছোট ভাইয়ের নাম ফাহিম (৫)। তারা চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের জামাল উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যার দিকে ফাহিম ও হামিদা আক্তার বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এ সময় ছোট ভাই ফাহিম পুকুরের পানিতে পড়ে যায়।
পুকুর থেকে ফাহিমকে ওপরে ওঠানোর সময় হামিদা পানিতে পড়ে ডুবে যায়। তখনই ফাহিম দৌড়ে ঘরে গিয়ে বিষয়টি তাদের মা–বাবাকে জানায়। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পুকুর থেকে হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হামিদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই হামিদা আক্তার নামের শিশুটির মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ জামান বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।