সিংড়ায় বাজার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

বিএনপির লোগো
বিএনপির লোগো

নাটোরের সিংড়া উপজেলার জামতলী নিচা বাজার দখল করা নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম (২৮) ও লিটন আলী (৩৫) নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষে আহত মো. খোকা, চাঁদ আলী, উজ্জ্বল আলী, শামছুল ইসলাম ও মো. রাকিব নামের পাঁচজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় জামতলী নিচা বাজার দখল করা নিয়ে পাকুরিয়া গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এবং পাশের তেরবাড়িয়া গ্রামের সাবেক কৃষক দলের নেতা আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সমর্থকেরা আহত হন। রাতেই আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সারা রাত আরও সংঘর্ষের আশঙ্কার মধ্য দিয়ে রাত পার করেন এলাকাবাসী। আজ সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাকুরিয়া ও তেরবাড়িয়া গ্রামবাসী হাঁসুয়া ও লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। খবর পেয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

ইটালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, পূর্ববিরোধের জের ধরে তাঁর গ্রামের নিরীহ লোকজনকে দেখামাত্র মারধর করে আসছেন প্রতিপক্ষ তেরবাড়িয়া গ্রামের আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন। প্রতিবাদ করতে গিয়ে তাঁর ভাই সাইফুল ইসলামসহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা গুরুতর।

অপর দিকে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন, স্থানীয় বাজারের জায়গা নিয়ে তাঁর লোকজনকে এর আগে প্রতিপক্ষ মারধর করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতাদের কোনো রকম সংঘর্ষে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।