স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম মো. জাহিদ। গতকাল সোমবার তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে গত রোববার রাত আটটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মুন্সিরহাট বাজারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকার কর্মীরা হামলা করেন। এতে স্বতন্ত্র পক্ষের তিনজন ও নৌকার একজন কর্মী আহত হন। এ ঘটনায় নৌকার পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নায়হানুল বারী প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে জানার জন্য পুলিশ সুপার এএসআই জাহিদকে ডেকেছেন।
সহকারী উপপরিদর্শককে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ। তিনি প্রথম আলোকে বলেন, এএসআই জাহিদ ঘটনাস্থলে ছিলেন। হামলার সময় তিনি আরও বেশি ভূমিকা রাখলে হতাহতের ঘটনা না–ও ঘটতে পারত।