চুয়াডাঙ্গা জেলার মানচিত্র
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গায় আগামীকাল মাধ্যমিকের ক্লাস বন্ধ, প্রাথমিকে খোলা

শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম বা ক্লাস বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার কোনো ঘোষণা আসেনি।

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান আজ রাতে প্রথম আলোকে জানান, বুধবার সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আগামীকাল বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। খুলনা বিভাগীয় উপপরিচালক খ. রুহুল আমীন ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, বিষয়টি নিয়ে খুলনা বিভাগীয় উপপরিচালক মসলেম উদ্দীনের সঙ্গে পরামর্শ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রাথমিকের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে। ঘোষণাটি আজ রাতে বিদ্যালয় দুটির অফিশিয়াল ফেসবুক পেজে ‘জরুরি নোটিশ’ হিসেবে প্রকাশ করা হয়েছে।

ভিক্টোরিয়া জুবিলি বিদ্যালয়ের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয় ও জেলা শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গার নির্দেশনা মোতাবেক চলমান শৈত্যপ্রবাহের কারণে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। যথাযথ কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো নির্দেশনা না থাকলে ২১ জানুয়ারি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।’

অপর দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফেসবুক পেজে প্রধান শিক্ষকের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বিদ্যালয়ের সম্মানিত সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১৬ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কায় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ২১ জানুয়ারি যথারীতি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে।’