নাটোরের লালপুরে প্রাইভেট কারের চাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে লালপুর থানার পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম হারুন অর রশিদ (৪১)। তিনি লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ বিভাগে নিয়মিত বেতনভুক্ত কর্মী ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে।
দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের আরোহীকে চাপা দিয়ে রাস্তার পাশের তিনটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়।
পরিবার সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া একটার দিকে লালপুর থেকে মোটরসাইকেল চালিয়ে গৌরীপুরে ফিরছিলেন হারুন অর রশিদ। পথে লক্ষ্মীপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দিয়ে রাস্তার পাশের তিনটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এতে ওই প্রাইভেট কারের সামনের অংশ, মোটরসাইকেল ও ভ্যান তিনটি দুমড়েমুচড়ে যায়। প্রাইভেট কারটির (রেজি. নং চট্ট মেট্রো-ক ০২-২৪৫২) চালক পালিয়ে গেলেও হারুন অর রশিদ গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। স্থানীয় লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অহিদুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সেলিম রেজা জানান, প্রাইভেট কারটি এতটাই দ্রুতগতিতে যাচ্ছিল যে ঘটনাস্থলে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মোটরসাইকেলকে চাপা দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটক প্রাইভেট কারটির পলাতক চালকের সন্ধান করা হচ্ছে।
এদিকে বড়াইগ্রাম উপজেলার আগ্রান তেলপাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাসচাপায় ভ্যানের তিনজন আরোহী আহত হন। এর মধ্যে পারকোল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে রফিক উদ্দিনকে (৫০) গুরুতর আহত অবস্থায় প্রথমে বনপাড়া আমেনা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে তিনি মারা গেছেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।