‘মাদক ছাড়ুন, চা ধরুন’ এ আহ্বানের পর এবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্য বাজার এলাকার চা–দোকানি হারুন মিয়া। আজ রোববার দুপুরে নিজের দোকানে নিয়মিত আসা চা–প্রেমীদের নিয়ে শোভাযাত্রা করে এ আহ্বান জানান তিনি।
হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামে। গৌরীপুর মধ্য বাজার এলাকায় তাঁর চায়ের দোকান। চায়ের দোকান চালিয়েও ২৪ বছর বয়সে এসে ২০২১ সালে তিনি এসএসসি পাস করে আলোচনায় আসেন। তিনি অন্তত পাঁচ বছর ধরে আন্তর্জাতিক চা দিবসে গ্রাহকদের সম্মাননা ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা বিক্রির ঘোষণা দিয়েও গৌরীপুরের মানুষের কাছে পরিচিত হয়েছেন।
আজ আর্ন্তজাতিক চা দিবস উপলক্ষে গৌরীপুর পৌর শহরে চা–গ্রাহকদের নিয়ে শোভাযাত্রা বের করেন হারুন। শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘বিশ্বে শান্তি চাই, যুদ্ধ না’ ‘চায়ের বৈঠকে হোক শান্তির আলোচনা’। শোভাযাত্রা শেষে পৌর শহরের হাতেম আলী রোডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। হারুন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বক্তব্য দেন ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, গৌরীপুর মহিলা কলেজের লাইব্রেরিয়ান কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আবদুর কাদির, সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, মো. ইয়াহিয়া, অপূর্ব শিল্পীগোষ্ঠীর পরিচালক জনি হামিদ প্রমুখ।
হারুন মিয়া জানান, তিনি নিজের নিয়মিত গ্রাহকদের সম্মান জানাতে ২০১৭ সাল থেকে জাতীয় চা দিবসে গ্রাহক সম্মাননার আয়োজন করেন। এর পর থেকেই নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক চা দিবস পালন করেন তিনি। গত বছর স্লোগান ছিল ‘মাদক ছাড়ুন, চা ধরুন’। এবার যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর কারণ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত। সে কারণে এ আহ্বান।