বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে। একবার পতন হলে এই সরকার আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসবে না।
শুক্রবার বিকেলে কেন্দ্রঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরগুনা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশালের দায়িত্বপ্রাপ্ত) বিলকিস জাহানের সভাপতিত্বে বরগুনা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার লুণ্ঠন করা হয়েছে, জনগণ তাদের অধিকার ফেরত নেবেই। আর এ অধিকার ফেরত পাবে আমাদের নেত্রী (খালেদা জিয়া) এবং তারেক রহমানের মাধ্যমে। ভোট ডাকাতদের বাংলাদেশের মাটিতে বিচার করা হবে।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের জনগণ জানে এ দেশের ভোট ডাকাত কারা। দেশের মানুষের অধিকার লুণ্ঠন করে ক্ষমতায় বসে দুর্নীতি করছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক দল হিসেবে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া বিএনপির নৈতিক দায়িত্ব। আন্দোলন–সংগ্রামের মাধ্যমে অচিরেই আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার করব।’
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, সহশ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মোল্লা, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. হালিম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান মাহফুজ ও হুমায়ন হাসান।