রাজশাহীর বাঘা উপজেলায় তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় ব্যাঙ্গাড়ী গোরস্থানে এই দম্পতিকে দাফন করা হয়।
মারা যাওয়া দুজন হলেন সেকেন্দার আলী কাজী (৭০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৬০)। তাঁদের বাড়ি বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে।
সেকেন্দার আলী কাজীর ভাতিজা ও স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, তাঁর চাচি দীর্ঘদিন থেকে শয্যাশায়ী ছিলেন। তাঁর চাচাকে গত বুধবারও রাজশাহীতে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। হঠাৎ গতকাল রাত ১২টার দিকে তাঁর চাচা মারা যান। এ খবর চাচিও শুনেছেন। পরে রাত তিনটার দিকে তাঁর চাচিও মারা যান।
আনিসুর রহমান আরও বলেন, তিন ঘণ্টার ব্যবধানে চাচা-চাচির এমন মৃত্যুর ঘটনায় সবাই বিস্মিত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পরপর দুজনের জানাজা শেষে ব্যাঙ্গাড়ী কবরস্থানে দাফন করা হয়েছে। এই দম্পতির চার ছেলে ও দুই মেয়ে আছে।