পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি সেতুর কাছে আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই। তাঁরা কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।
এই দুজন হলেন পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের ফরমান আলী (৩০) ও তাঁর শ্যালিকা সাঁথিয়ার মাধপুর গ্রামের মাহবুবা ইয়াসমিন (২০)। তাঁরা দুজনেই গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ কাজে যোগ দিতে মোটরসাইকেলে করে তাঁরা গাজীপুরের উদ্দেশে রওনা হন।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল পৌনে সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ি সেতুর কাছে নারী ও পুরুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধ্বস্ত মোটরসাইকেল ও পাশে পড়ে থাকা দুজনের লাশ উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়।
পুলিশ ও নিহত দুজনের স্বজনেরা বলেন, ফরমান আলী স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে গাজীপুরে ভাড়া বাসায় থাকতেন। তাঁরা তিনজনই গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। পারিবারিক প্রয়োজনে গত বৃহস্পতিবার ফরমান আলী ও মাহবুবা সাঁথিয়ার মাধপুরে যান। নির্ধারিত সময়ে কাজে যোগ দেওয়ার জন্য গতকাল রাত তিনটার দিকে তাঁরা গাজীপুরের উদ্দেশে রওনা হন।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক ইসাহাক আলী বলেন, ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি মহাসড়কের পাশের একটি তালগাছে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে দুজন মারা যান। স্বজনদের কাছে নিহত দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয় অপমৃত্যুর মামলা হবে।