বরিশালের গৌরনদী উপজেলার এক মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. মোফাচ্ছের মীরকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মো. মোফাচ্ছের মীরের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ওই মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক ও সুন্দরদী মদিনা জামে মসজিদের ইমাম মোফাচ্ছের মীর মসজিদে বসে কোরআন শিক্ষা দেন। গতকাল শনিবার দুপুরে মসজিদে পড়তে যান একই মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী (৮)। এ সময় মোফাচ্ছের তাকে মুখ চেপে ধরে মসজিদসংলগ্ন পানের বরজে নিয়ে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই মাদ্রাসাছাত্রী ছুটে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে ছাত্রীর বাবা বিষয়টি মাদ্রাসার কর্তৃপক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক মোফাচ্ছের মীরকে আসামি করে রোববার একটি মামলা করেন। পুলিশ দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান। এ ছাড়া ভুক্তভোগীকে জবানবন্দির জন্য আদালতে পাঠান।