সিলেট নগরের গাভিয়ার খালে জলাবদ্ধতার পানির স্রোতে ভেসে গিয়ে আরাব আহমদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মইনউদ্দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটির মৃত্যুর বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেন। মারা যাওয়া শিশুটির বাবার নাম সাবের আহমদ। তিনি কুয়ারপাড় এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেটে আজ সকালেই ভারী বৃষ্টি শুরু হয়। এতে নগরের কুয়ারপাড় এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টিতে ওই এলাকার বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনে হাঁটুসমান পানি জমে। বাড়ির সবার অগোচরে সেই পানিতে খেলতে নামে শিশু আরাব। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাভিয়ার খালের তীব্র স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে যায়। পরে আরাবকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।