ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাটির চালকসহ চার আরোহী। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আললপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ও আহত সবাই অটোরিকশার আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের দিক থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক ধরে ময়মনসিংহ সদর উপজেলার আললপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন অটোরিকশাটির চালকসহ চার আরোহী। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ দুপুর সোয়া ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, দুজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।