ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক এস এল থাউসেন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাবান্ধা শূন্যরেখায় আসেন।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং এবং বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, সহকারী পরিচালক হাচানুর রহমানসহ বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি সেখানে বিএসএফ ও বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে ফল, মিষ্টি ও ক্রেস্ট আদান-প্রদান করা হয়। এ সময় বিএসএফের মহাপরিচালক এস এল থাউসেন ভারত ও বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকার আশা প্রকাশ করেন।