চট্টগ্রামের লোহাগাড়ায় ১৫টি ইয়াবা বড়িসহ এক যুবককে বসতঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের বাবার দেওয়া তথ্যে গতকাল রোববার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যুবকের বিরুদ্ধে তাঁর বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
গ্রেপ্তার যুবকের নাম মো. মিনহাজ। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজীপাড়া এলাকার আমির হোসেনের (৫৪) ছেলে। ইয়াবা সেবনের পাশাপাশি মিনহাজ মাদক বিক্রির সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, মিনহাজ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত। পাশাপাশি খুচরায় ইয়াবা বিক্রি করেন। তাঁর অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। ইয়াবা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন মিনহাজ। গতকাল রাতেও একইভাবে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় তাঁর মা-বাবাকে মারধর করেন মিনহাজ। এ সময় প্রতিবেশীরা এসে তাঁর মা-বাবাকে উদ্ধার করেন এবং একপর্যায়ে মিনহাজকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে ইয়াবাসহ মিনহাজকে আটকে রাখার বিষয়টি থানায় জানান তাঁর বাবা আমির হোসেন। এরপর পুলিশ এসে মিনহাজকে গ্রেপ্তার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ওই তরুণকে তাঁর বাবার করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হবে।