নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মুন্সিগঞ্জের শ্রীপুর এলাকা থেকে মামুন (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।
গ্রেপ্তার মামুন সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, দুই সহোদরকে হত্যার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা–পুলিশ আসামিদের গ্রেপ্তারে গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে আজ ভোরে শ্রীনগর এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়।
মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ড্রেনের সঙ্গে পাইপ স্থাপন করা নিয়ে গ্রেপ্তার আসামির সঙ্গে দুই চাচাতো ভাইয়ের (নিহত আসলাম সানি ও সফিকুল ইসলাম) বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দুই ভাইকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে এজাহারনামীয় অন্য আসামিদের সহযোগিতায় মামুন সরাসরি হত্যাকাণ্ডটি ঘটায়।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিন সহোদর আসলাম সানি (৪৮), রফিকুল ইসলাম (৪০) ও সফিকুল ইসলামকে (৩৫) কুপিয়ে জখম করে তাঁদের চাচাতো ভাইয়েরা। তিন ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আসলাম সানি ও সফিকুলকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ওই দিন রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই আগুনে দুটি বসতঘর ও ১০টি ভাড়া দোকান পুড়ে গেছে।
এই ঘটনায় নিহত ব্যক্তির বোন সামসুন নাহার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় মহিউদ্দিনের মেয়ে মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, নিহত ব্যক্তি ও আসামিরা সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আসামিরা তাঁদের চাচাতো ভাইদের ওপর হামলা চালায়। ওই হামলায় দুই ভাই নিহত হন। গুরুতর আহত হন তাঁদের অপর এক ভাই। হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।