হুইলচেয়ারে বসে ছিলেন খসর উদ্দিন আলী (৬৫)। বাড়ি লালমনিরহাট সদরের কুলাঘাটের আলোকদিঘীতে। একসময় রংমিস্ত্রির কাজ করতেন। আনুমানিক ২০ বছর আগে তাঁর বাঁ পায়ে রড ঢুকে যায়। চিকিৎসা করাতে গিয়ে বাঁ পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে। এখন ভিক্ষা করে সংসার চালান তিনি। গরম কাপড় না থাকায় কনকনে শীতে কষ্টে ছিলেন। আজ মঙ্গলবার নতুন একটি কম্বল পেয়ে তাঁর চোখেমুখে খুশির ঝিলিক ফুটে ওঠে।
খসর উদ্দিন আলীর মতো দুস্থ ১০০ জন শীতার্ত মানুষকে আজ দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও এনভয় টেক্সটাইল লিমিটেডের সহায়তায় লালমনিরহাটের সদর উপজেলার চরকুলাঘাট উচ্চবিদ্যালয় মাঠে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণের কাজে সহায়তা করেন লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
কম্বল পেয়ে ভীষণ খুশি খসর উদ্দিন আলী। তিনি বলেন, ‘মুই পঙ্গু মানুষ। কাজকামাই করবার পারং (পারি) না। চায়াচিন্তে খাই। জারের (শীতের) দিনোত গরম কাপড় কেনার উপায় নাই। কষ্টে কাটে জারের দিন। পরথম আলোর কম্বল পায়া খুব উপকার হইল। এলা রাইতে গাত দিয়া থাকিম। আরামের ঘুম পাড়িম।’
এর আগে স্থানীয় লোকজনের সহায়তায় সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে চর কুলাঘাট, চর শিবের কুঠি, দক্ষিণ শিবের কুঠি, চর খাটামারি, বস্তি খাটামারি ও আলোকদিঘী গ্রামের ১০০ শীতার্ত মানুষকে কম্বল বিতরণের স্লিপ দেন বন্ধুসভার সদস্যরা। সেই স্লিপ নিয়ে তাঁরা আজ চরকুলাঘাট উচ্চবিদ্যালয় মাঠে আসেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার। কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে লালমনিরহাট বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব, চর কুলাঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন চর কুলাঘাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসার আলী, কুলাঘাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন, লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মো. আবু সায়েদ বাধন, সাধারণ সম্পাদক মো. সাব্বির ইসলাম, অর্থ সম্পাদক আঁখি আক্তার এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ববিতা সুলতানা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে চর কুলাঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়। প্রথম আলো সবচেয়ে গ্রহণযোগ্য নাগরিক ও সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। নানা ধরনের জনহিতকর কাজের মাধ্যমে প্রথম আলো নিজেকে অন্য রকম উচ্চতায় নিয়ে গেছে।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে সহায়তার অর্থ পাঠাতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।