চিনিকলের আগুনের ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এলাকায়
চিনিকলের আগুনের ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এলাকায়

চট্টগ্রামে চিনিকলের আগুন নেভাতে কাজ করছে ১০টি ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় চিনিকলের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজ সোমবার বিকেল চারটার কিছু আগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানায় জ্বলছে আগুন। নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির অবস্থান কর্ণফুলী নদীর পাড়ের ইছানগর এলাকায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বেলা ৩টা ৫৫ মিনিটে তারা এস আলমের চিনির কারখানায় আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের কর্ণফুলী স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজন অনুযায়ী আরও গাড়ি পাঠানো হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, কারখানার ভেতরে মূল অংশসহ আশপাশে আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরাসরি কর্ণফুলী নদী থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।