গৌরনদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ১০

বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাসের সামনের অংশ। বুধবার বেলা দুইটার দিকে উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের পাশে মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের পাশে মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে আহত ১০ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কাভার্ড ভ্যানের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।