সংবাদ প্রকাশের জেরে রংপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগরের তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম ওরফে শিপলু।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল আদালতে তিনি মামলার আবেদন করেন। আদালতের বিচারক আবদুল মজিদ আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী এস এম মাহামুদুল হক আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সাংবাদিক মাজহারুল মান্নানসহ মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ (৫৫) ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি (৫০)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শনিবার রাত ৯টায় যমুনা টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘ক্রাইম সিনে’ কাউন্সিলর জাকারিয়া আলমকে ভূমিদস্যু আখ্যায়িত করে, সরকারি দলের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি ও সাধারণ মানুষকে হয়রানিসহ বিভিন্ন অপরাধ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রকাশিত সংবাদের মাধ্যমে আসামিরা যোগসাজশ করে কাউন্সিলর জাকারিয়ার মানহানি, সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। একই সঙ্গে বর্তমান সরকার তথা স্বাধীনতার সপক্ষের শক্তিকে দুর্বল ও জনবিচ্ছিন্ন করতে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী ও আওয়ামী লীগের নেতা জাকারিয়া আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
সাংবাদিক সরকার মাজহারুল মান্নান প্রথম আলোকে বলেন, জাকারিয়া আলমের বাহিনীর জমি দখলসহ বিভিন্ন অপকর্ম নিয়ে প্রতিবেদন করায় মামলার আবেদন করা হয়েছে। পিবিআই প্রতিবেদন দেওয়ার পর আদালত মামলাটি গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।