ময়মনসিংহের বিদ্যাগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার দেড় ঘণ্টা পর ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে প্রবেশ করার আগে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।
বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার মোস্তফা মিয়া বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়। এতে দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে পৌঁছালে বিকেল পৌনে পাঁচটার দিকে অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিন দিয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিদ্যাগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়। এতে ৪৫ মিনিট বিলম্বে অগ্নিবীণা ট্রেন ছেড়ে যায়।
মোস্তফা মিয়া বলেন, কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশে নেওয়ার জন্য বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন বিদ্যাগঞ্জ স্টেশনে পৌঁছায়। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।