নাশকতার মামলায় নওগাঁর নিয়ামতপুরে জামায়াতের সাবেক আমিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাইনুল ইসলাম (৪৫) ও উপজেলার রসুলপুর ইউনিয়ন জামায়াতের সদস্য নাসিমুজ্জামান (২৭)। তাঁদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। নাশকতা পরিকল্পনার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে মাইনুল ইসলামসহ ১৪-১৫ জনের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার পর থেকেই মাইনুল ও নাসিমুজ্জামান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বালাহৈর ও চৌরা সমাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাইনুল ইসলাম ও নাসিমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।