মাগুরার শ্রীপুর উপজেলার একটি মসজিদের পাশে ঝোপের মধ্য থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার তখলপুর গ্রামের পশ্চিম পাড়া মসজিদের পাশের ঝোপে এক নবজাতক কন্যাশিশুকে দেখতে পান স্থানীয় এক গৃহবধূ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।
নবজাতকটি প্রথম দেখেন তখলপুর গ্রামের লিয়াকত বিশ্বাসের স্ত্রী রুবিয়া খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, ফজরের আজানের পর হাঁটাহাঁটি করতে বের হয়ে পশ্চিম পাড়া মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি এগিয়ে যান। সেখানে কাপড় দিয়ে প্যাঁচানো অবস্থায় ব্যাগের ভেতরে একটি নবজাতক দেখতে পান। প্রথমে ভয় পেয়ে তিনি মসজিদের লোকজন ডেকে আনেন। পরে নবজাতকটি উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুস সাকীব বলেন, বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক থেকে দুই দিন। হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি শ্রীপুর থানা-পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে।
জানতে চাইলে শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম প্রথম আলোকে বলেন, নবজাতকটিকে দত্তক নিতে অনেকে আসছেন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে উদ্ধারকারী রুবি খাতুনের কাছে আছে।