আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন–এসি বাসের ভাড়া পাঁচ টাকা কমানো এবং ছাত্রদের অর্ধেক বাস ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গণদাবির মুখে বাসভাড়া কমানোয় আগামীকাল রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ডাকা আধা বেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাঁর কার্যালয়ে পরিবহনমালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করে প্রত্যেক যাত্রীর বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসভাড়া ৭০ টাকা করার ঘোষণা দেন। একই সঙ্গে ছাত্রদের জন্য বাসভাড়া অর্ধেক করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আন্দোলন করছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির কারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। ওই কমিটি সবার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই রুটে বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করার ঘোষণা করছি। আগামী সোমবার থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।’
জেলা প্রশাসক বলেন, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণের জন্য কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে। পরিবহনমালিকদের কাছে কোনো মাফিয়া-গডফাদার চাঁদা চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে হরতাল হোক, এটা চান না বলে জানান জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী। তিনি বৈঠকে বলেন, ‘শান্তি নষ্ট হোক, এটা আমরা চাই না। আমরা জেলা প্রশাসক মহোদয়ের এই নতুন বাসভাড়ার ঘোষণা মেনে নিয়েছি।’
এদিকে জেলা প্রশাসন বাসভাড়া কমানোর ঘোষণা দেওয়ার পর আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বিসহ নেতারা।
রফিউর রাব্বি বলেন, ‘গত ২১ দিন আগে এই রুটে বাসভাড়া ৪৫ টাকা করাসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। নারায়ণগঞ্জবাসীর গণদাবির মুখে দফায় দফায় আলাপ-আলোচনা করার পর জেলা প্রশাসন যাত্রীপ্রতি পাঁচ টাকা বাসভাড়া কমানোর ঘোষণা দেওয়ায় আমরা এটিকে গ্রহণ করেছি এবং সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি। আমরা মনে করছি, এই আন্দোলনের মধ্য দিয়ে যতটুকু প্রাপ্তি, এটি জনগণের একটি বিজয়। তাই আমাদের ডাকা হরতাল প্রত্যাহার করে নিচ্ছি। বাসভাড়া বৃদ্ধি হওয়ার পর আমাদের দেশে কমেছে, এমন নজির খুবই কম। আমরা নারায়ণগঞ্জে ২০১১ সালে বাসভাড়া কমিয়েছি, আজকেও যৌক্তিক কারণে চাঁদাবাজ মাফিয়া বিতাড়িত হয়েছে, তাদের নির্ধারিত ভাড়া চলতে পারে না। দ্রুত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে ঘোষণা দিতে হবে।’
যদি পরিবহন থেকে চাঁদা না খান, তাহলে ৪৫ টাকা বাসভাড়ায় পরিবহনমালিকেরা লাভবান হবেন উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, ‘পরিবহন মাফিয়া-গডফাদাররা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা নতুন কোনো পরিবহন মাফিয়া-গডফাদার গড়ে উঠুক, তা চাই না। আমরা তা মেনে নেব না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক জাহিদুল হক, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সদস্যসচিব আবু নাঈম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।