‘আমার কারণেই আমার আদরের ধন দুইটার মৃত্যু হয়েছে’

দুই ছেলেকে হারিয়ে নির্বাক বাবা কবির সিকদার। আজ বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার তাঁতেরকাঠী গ্রামে
ছবি:  সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই মারা গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই ভাইয়ের নাম মো. ইমাম হোসেন (৭) ও মো. আবু বক্কর (৪)। তারা বাউফলের তাঁতেরকাঠী গ্রামের মো. কবির সিকদারের ছেলে। ইমাম হোসেন তাঁতেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মারা যাওয়া ‌দুই ভাইয়ের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে কবির সিকদার তাঁর দুই ছেলে ইমাম হোসেন ও আবু বক্করকে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যান। দুই ছেলেকে পুকুর ঘাটে বসিয়ে কলসে করে পানি নিয়ে তিনি বাড়ি আসেন। পুকুরে ফিরতে একটু বিলম্ব হয়।

বেলা দুইটার দিকে পুকুর ঘাটে গিয়ে তিনি তাঁর দুই ছেলেকে দেখতে না পেয়ে বাড়িতে গিয়ে তাদের খোঁজেন। কিন্তু বাড়িতেও ছেলেদের না পেয়ে আবার পুকুরে এসে খোঁজাখুঁজি শুরু করেন কবির সিকদার। প্রথমে ছোট ছেলে আবু বক্করকে অচেতন অবস্থায় তিনি পুকুর থেকে উদ্ধার করেন। তাঁর ডাক-চিৎকারে লোকজন এসে জাল টেনে বড় ছেলে ইমাম হোসেনকেও অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন দায়িত্বে থাকা চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই ছেলের মৃত্যুতে নির্বাক হয়ে গেছেন বাবা কবির হোসেন ও মা মোছা. নূপুর বেগম। কবির হোসেন বলেন, ‘আমি ওদেরকে গোসল করতে নিয়ে না গেলে হয়তো পানিতে ডুবে মরত না। আমার কারণেই আমার আদরের ধন দুইটার মৃত্যু হয়েছে। আমার সব শেষ হয়ে গেল।’

মা নূপুর বেগম আহাজারি করে বলেন, ‘আমি এখন কী নিয়ে বাঁচমু?’

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রুবেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। দুই ছেলে পানিতে ডুবে মারা গেল। শিশু দুটির বাবা ও মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই।’