সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বন্যার ক্ষয়ক্ষতি রোধে সব ধরনের সেবা দিতে ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নগর ভবনে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে জরুরি সভা করে সিটি কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে সভায় জানানো হয়, নগরে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে অবস্থা বিবেচনায় সব ধরনের আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।
সভায় বন্যা পরিস্থিতিতে নাগরিকদের সব ধরনের জরুরি সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নগরের কয়েকটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আজ রাতের মধ্যেই কাউন্সিলরদের মাধ্যমে আশ্রয়কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার এসব আশ্রয়কেন্দ্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী পাঠানো হবে।
বৈঠকে সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব আশিক নূরসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকাজ চালাতে নৌকার ব্যবস্থা, নিম্নাঞ্চলের বিদ্যুৎ ও উপকেন্দ্রগুলো যেন বন্যার পানিতে ডুবে না যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নগরবাসীকে জরুরি সেবা দিতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালুসহ পরিস্থিতি ভয়াবহ হলে রান্না করা খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্যা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নগরবাসী কন্ট্রোল রুমের নম্বরে (০১৯৫৮২৮৪৮০০) যোগাযোগ করতে পারবেন।
সভা থেকে সিটি করপোরেশনের বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে তিন টন করে চিড়া ও মুড়ি, গুড়, খাবার পানি, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কেনা হয়েছে।
বৈঠক শেষে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর প্রথম আলোকে বলেন, সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে। তবে সিলেটে বন্যা পরিস্থিতির আগাম প্রস্তুতির অংশ হিসেবে মেয়রের নির্দেশে সিটি কর্তৃপক্ষ জরুরি সভা করে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য মেয়র অনুরোধ করেছেন।