সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে ২ এপ্রিল সাতক্ষীরার তালা আমলি আদালতে মামলাটি দায়ের করেন তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক জহর আলী সরদার।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৩ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রশাসন অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছে এবং জরিমানা করেছে। বিএসটিআইয়ের ভুয়া নিবন্ধন ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়েছে। সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করেছেন শুধু। তাঁদের নামে চাঁদাবাজির মামলা করা হচ্ছে। এটা দুঃখজনক। অবিলম্বে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
মামলার আসামিরা হলেন অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূতের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাস। তাঁদের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক জহর আলী সরদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাদীকে মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত সাংবাদিক গাজী ফারহাদ প্রথম আলোকে বলেন, সাতক্ষীরার তালা ইউনিয়নের আঠারই গ্রামে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই তৈরির কারখানা গড়ে উঠেছে। কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভুয়া নিবন্ধন ব্যবহার করে সেমাই বিক্রি করছিল। এ নিয়ে তাঁরা কয়েকজন সাংবাদিক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদন প্রকাশের পর ২৯ মার্চ ওই কারখানায় অভিযান চালায় র্যাব। ভ্রাম্যমাণ আদালত কারাখানাটি বন্ধের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষুব্ধ হয়ে কারখানাটির ব্যবস্থাপক তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন।