বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ সময় বাড়ির সামনে অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নগরের হাতেম আলী কলেজ ও সংলগ্ন চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ চলছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা দুইটার দিকে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের নবগ্রাম রোডে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়ির সামনে বেশ কয়েকটি মোটরসাকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরাও ওই এলাকায় গিয়ে অবস্থান নিলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা লস্কর নুরুল হক জানান, প্রতিমন্ত্রীর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। অন্তত ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী বাড়িতে ছিলেন না। হামলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
সাবেক ছাত্রলীগ নেতা মঈন তুষার জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে আকস্মিক হামলা চালানো হয়। এ সময় ওই এলাকায় যাঁকে পেয়েছে তাঁকে হামলাকারীরা মারধর করেছে এবং মন্ত্রীর বাড়িসহ আশপাশের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করেছে।
বেলা তিনটায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরের সরকারি হাতেম আলী কলেজ এলাকায় দিয়ে পুনরায় প্রতিমন্ত্রীর বাড়ির দিকে আসতে চাইলে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একটি সূত্র জানায়, পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।