বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর কয়েকজন সমর্থককে মারধর এবং তাঁদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর একাধিক সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চার ব্যক্তি।
চতুর্থ ধাপে গত বুধবার তালতলী উপজেলা পরিষদের নির্বাচন হয়। এতে চেয়ারম্যান পদের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টুর (আনারস প্রতীক) মধ্যে। পরে আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী হন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রার্থী রেজবি–উল কবিরের সমর্থক এবং ছোটবগী গ্রামের বাসিন্দা মো. সোহেল রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মনিরুজ্জামান মিন্টুর সমর্থক মো. স্বপন ও মো. সাইফুল ইসলাম। এর প্রতিবাদ করায় সোহেল রানাকে মারধর করেন তাঁরা।
অভিযোগের প্রসঙ্গে সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে আমরা হেরে গেছি। কিন্তু বিজয়ী প্রার্থীর লোকজন আমাকে এলোপাতাড়ি চড়থাপ্পড়, কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে। আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। আমি এ ঘটনায় তালতলী থানায় অভিযোগ দিয়েছি।’
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আমার নেতা-কর্মী ও সমর্থকদের মারধর করছেন এবং তাঁদের বাড়িতে চালাচ্ছেন বিজয়ী মনিরুজ্জামান মিন্টুর একাধিক সমর্থক।ঘোড়া প্রতীকের প্রার্থী রেজবি-উল কবির
থানায় লিখিত অভিযোগকারী এবং ঘোড়া প্রতীকের আরেক সমর্থক ফারুক হাওলাদার দাবি করেন, ‘বিজয়ী প্রার্থীর (আনারস) সমর্থক জাহাঙ্গীর হঠাৎ এসে বলে, “তুই কেন ঘোড়া মার্কায় ভোট দিয়েছিস।” এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আমাকে মারধরও করা হয়।’
এ বিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী এবং তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তাঁর নেতা-কর্মী ও সমর্থকদের মারধর করছেন এবং তাঁদের বাড়িতে চালাচ্ছেন বিজয়ী মনিরুজ্জামান মিন্টুর একাধিক সমর্থক।
এসব অভিযোগের বিষয়ে জানতে তালতলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মনিরুজ্জামান মিন্টুর মুঠোফোনে কল দিলেও তিনি সাড়া দেননি।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।