পিটুনি
পিটুনি

রাজৈরে পিটুনিতে ডাকাত দলের সদস্য আহত, হাসপাতালে মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পিটুনিতে গুরুতর আহত ডাকাত দলের এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেল শেখ (৪২) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের মৃত হারান শেখের ছেলে।

সোমবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে জনতার পিটুনিতে ডাকাত দলের সদস্য সোহেল শেখ গুরুতর আহত হন। এ সময় ডাকাত দলের হাতবোমা বিস্ফোরণে স্থানীয় এক যুবক আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে প্রবাসী মেজবাউল আকনের বাড়িতে ডাকাতি হয়। এর পর থেকে স্থানীয় উদ্যোগে রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়। সোমবার রাতে ১২ জন তরুণ–যুবক পাহারায় ছিলেন। রাত একটার দিকে তাঁরা রাস্তার পাশে ঝোপের মধ্যে সাত–আটজন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেন। এ সময় ডাকাতেরা হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে পাহারারত টিপু (২০) নামের একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে সোহেল শেখকে (৪২) ধরে জনতা পিটুনি দেয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সোহেলকে উদ্ধার করে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় সোহেল মারা যান।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, জনতার পিটুনিতে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশের ময়নাতদন্ত ফরিদপুরে করা হবে। পরে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলাসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।