গ্রেপ্তার
গ্রেপ্তার

আটকের এক দিন পর জামিন পেয়ে আবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসন্তানসহ দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় আট ব্যক্তি। ওই সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের সবাইকে আটক করা হয়। এর এক দিন পর জামিন পেয়ে গতকাল শুক্রবার আবারও দুই সন্তানসহ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন দুজন নারী। এবারও বিজিবির টহল দলের হাতে আটক হয়েছেন তাঁরা। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা হওয়ায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীরা হলেন খুলনার তেরখাদা উপজেলার ফুলি (৩৫) ও সাথী (২৫)।

বিজিবির সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারতে পাঠানোর উদ্দেশ্যে সম্প্রতি নিজ বাড়িতে আট বাংলাদেশি নাগরিককে জড়ো করেন লালারচক গ্রামের ওয়াসকুরুনী নামের এক ব্যক্তি। খবর পেয়ে বিজিবির একটি দল বৃহস্পতিবার দুপুরের দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে ফুলি, সাথী এবং তাঁদের দুই সন্তানসহ আটজনকে আটক করে। পরে তাঁদের কুলাউড়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই রাতেই বিজিবির পক্ষে একটি মামলা হয়। পরদিন শুক্রবার তাঁদের মৌলভীবাজারের আদালতে হাজির করা হয়। কোলে শিশুসন্তান থাকায় ফুলি ও সাথীকে জামিন দেন আদালত।

সূত্রটি আরও জানায়, ফুলি ও সাথী তাঁদের দুই শিশুসন্তানকে নিয়ে গতকাল শুক্রবার রাতে আবারও লালারচক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালান। একপর্যায়ে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। আজ শনিবার সকালে তাঁদের কুলাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় বিজিবির লালারচক ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্কাস বাদী হয়ে মামলা করেছেন।

শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পরিচালক জামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজ দুপুরে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফুলি ও সাথী জানিয়েছেন, ভারতে তাঁদের আত্মীয় আছে। তাই বেড়ানোর উদ্দেশ্যে সেখানে যেতে চেয়েছিলেন তাঁরা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিজিবির করা ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।