সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের মারধরে আরেক কিশোর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে নগরের লাল দিঘিরপাড় হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত কিশোরের নাম জাহিদ খান (১৭)। সে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরকান্দি গ্রামের মো. দুদু মিয়ার ছেলে এবং হকার মার্কেটের এক দোকানে সহায়তাকারী হিসেবে কাজ করত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরও একই মার্কেটে এক স্বজনের দোকানে সহায়তাকারী হিসেবে কাজ করত। গতকাল বিকেলে তার সঙ্গে পানি সংগ্রহ করতে যায় জাহিদ। সেখানে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে আটক কিশোরের ঘুষিতে জাহিদ আহত হয়। পরে ওসমানী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় গতকাল রাতে ওই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, গ্রেপ্তার কিশোরকে আজ আদালতে তোলা হবে। জাহিদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।