অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে বিকেলে দুটি মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন চার বন্ধু। পথিমধ্যে ওই দুটি মোটরসাইকেলকেই ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন।
আজ বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই তরুণ হলেন সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার মোশারফ মোল্লার ছেলে শাকিব মোল্লা (১৯) এবং একই গ্রামের আশিক হোসেন (১৯)। আশিকের বাবার নাম তাৎক্ষণিক জানা যায়নি। তাঁরা বনগ্রাম অনার্স কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ঈশ্বরদী উপজেলার কালিকাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ওই দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চারজনই রাস্তা থেকে ছিটকে নিচে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত দুই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।