লাশ
লাশ

চৌদ্দগ্রামে জমিজমার বিরোধে দায়ের কোপে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাইয়ের নাম মো. ইলিয়াছ (৫০)। তিনি উপজেলার চাঁন্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই বাহার মিয়াকে আটক করেছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত বাহারকে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই ইলিয়াছের সঙ্গে ছোট ভাই বাহারের বিরোধ চলছিল। আজ বিকেলে বিরোধের জেরে দুই ভাই মারামারিতে জড়ান। এ সময় বাহার মিয়া ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ইলিয়াছকে কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির লাশ হাসপাতালে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির চাচাতো ভাই আবদুল মান্নান বলেন, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিকেলে এ নিয়ে দুই ভাই ঝগড়া করেন। তখন বাহারের দায়ের কোপে বড় ভাই ইলিয়াছ জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। বাহার মাদকাসক্ত বলেও দাবি করেন তিনি।